আমি তার সাথে পালিয়ে এসেছি। জানেন কেনো?
তাহলে শুনেন, ৯ বছরের সম্পর্ক রক্ষা করতেই পালিয়ে এসেছি। পরিবারের অপছন্দে বিয়ে করলে এক সময় পরিবার ঠিকই মেনে নিবে।
যদি আমি তাকে হারিয়ে ফেলি তাহলে নিজের সুখটা হারিয়ে ফেলবো। এই মানুষটা হারিয়ে ফেলবো। মা বাবার অবাধ্য হয়ে ভুল করেছি জানি। আর জেনেই করেছি। কারন নিজের মানুষ টা জীবনে বার বার আসেনা। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত অনেকেই নিতে পারেনা।
আমি হয়তো অন্য কারো সাথে কোনো না কোনো ভাবে বেঁচে থাকবো। কিন্ত এই মানুষটা আমাকে ছাড়া নির্ঘাত মরে যাবে। দেখুন ছবিতে, আমি সাজবো এখন তবে শুধু বায়না ধরে বলেছি আমার সাথে তোমাকেও সাজতে হবে। কোনো আপত্তি রাখেনি। এমন সুন্দর একটা মুহুর্ত আমি ক্যামারায় বন্দী না করে পারলাম না। এই মানুষটা যেমন আমার ইচ্ছার উপর কোনো আপত্তি রাখেনি, আমি ও রাখবো না। পুরো পৃথিবী আমার না হোক, সব কিছু আমার দখলে না থাকুক, শুধু এই মানুষটা আমার থাকুক

এত দিন সে বলতো আমি জিতছি, আজ থেকে আমি বলবো তুমি জিতছো 

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন