সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

♥নগর বাউল জেমস্ (গুরু)-র সকল গানের তালিকা James All Songs List

 ♥নগর বাউল জেমস্ (গুরু)-র সকল গানের তালিকা:   প্রথম অ্যালবাম: স্টেশন রোড  ১. স্টেশন রোড  ২. ঝর্না থেকে নদী  ৩. একদিন ছিল উচ্ছ্বল নদী  ৪. আমায় যেতে দাও  ৫. আগের জনমে  ৬. আর নয় যুদ্ধ  ৭. যদি এমন হতো  ৮. সত্যের সুন্দর  ৯. দুঃখ কেন করো   দ্বিতীয় অ্যালবাম: অনন্যা  ১.রিকশাওয়ালা  ২. ফেরারি  ৩. দুরন্ত মেয়ে  ৪. অনন্যা  ৫. রংবাজ  ৬. রাজনীতি  ৭. পলাতক  ৮. রাতের ট্রেন  ৯. হৃদয়ের দাবিতে  ১০. টেলিফোন  ১১. তুমি জান   তৃতীয় অ্যালবাম: জেল থেকে বলছি  ১. জেল থেকে বলছি  ২. নীল আকাশ  ৩. ইচ্ছের পালক  ৪. ভাবনা  ৫. জোসি প্রেম  ৬. আমার ভালবাসা  ৭. হৃদয়ের একলা প্রান্তরে  ৮. পেশাদার খুনি  ৯. ঝড়ের রাতে  ১০. ঢাকার প্রেম  ১১. তোমাকে খুঁজি  ১২. প্রাণের শহর   চতুর্থ অ্যালবাম: পালাবে কোথায়  ১. পালাবে কোথায়  ২. প্রিয় আকাশি  ৩. নাযায়েজ  ৪. পূর্ণিমা নৃত্য  ৫. হেরেমের বন্দিনী  ৬....
সাম্প্রতিক পোস্টগুলি

বাংলা ভাষার ইতিবৃত্ত.pdf

বাংলা ভাষার ইতিবৃত্ত.pdf To download this pdf simply follow instructions if not then use vpn to open MediaFire. Some isp just blocked this website mistakenly. Author: Jsny
  জিনিসপত্রের দাম কেনো বাড়ছে জানতে চান? আসুন একটু জেনে নেয়া যাক....মুদ্রাস্ফীতির সাথে খেলাপী ঋণ ওতোপ্রোতোভাবে জড়িত। প্রথেমেই বুঝতে হবে মুদ্রাস্ফীতি জিনিস টা আসলে কি? খুব সহজভাবে ব্যাখ্যা করার চেষ্টা করছি। মুদ্রাস্ফীতিঃ কোন দেশে সর্বোপরি যতটুকু সম্পদ আছে তার মূল্য ওই দেশের বর্তমানের মোট মুদ্রামাণের(টাকা) সমান। মনে করুন, বাংলাদেশে সর্বমোট ১৫ টাকা আছে এবং এই দেশের সম্পদ বলতে সাকুল্যে আছে ৫ টি কমলা। আর কিছুই নেই। যেহেতু দেশের মোট সম্পদের মূল্য মোট মুদ্রামানের সমান, সেহেতু এই ৫ টি কমলার মূল্য ১৫ টাকা। অর্থাৎ, প্রতিটি কমলার মূল্য ৩ টাকা। এখন যদি আরো ৫ টাকা ছাপানো হয়, তাহলে মোট মুদ্রামান হয়ে যাবে ১৫+৫ = ২০ টাকা। কমলা কিন্তু বাড়েনি। তারমানে এখন[নতুন করে ৫ টাকা ছাপানোর পর] ৫ টি কমলার মোট মূল্য হয়ে গেল ২০ টাকা। অর্থাৎ প্রতিটি কমলার বর্তমান মূল্য ৪ টাকা। এই যে সম্পদ না বাড়িয়ে অতিরিক্ত টাকা ছাপানোর ফলে কমলার দাম ৩ টাকা থেকে ৪ টাকা হয়ে গেল, এইটাই সহজ ভাষায় "মুদ্রাস্ফীতি"। একই পণ্য আগের থেকে বেশি দামে ক্রয় করা মানেই মুদ্রাস্ফীতি হয়েছে। অর্থাৎ, আমরা বলতে পারি "কোন দেশের সম্পদের পরিমাণ ...
  গল্প টা পুরো পরলে ইনশাআল্লাহ ভালো লাগবে আপনার গল্পের ভিতর বাস্তবের অনেক টা মিল আছে গল্প : স্বামীর অবহেলা ভালো বাসা রাতে ঘুমানোর সময় আমার স্ত্রী যখন আমার বুকের উপর এসে শুয়ে পড়লো তখন আমি বেশ বিরক্তি নিয়ে ওকে বললাম স্বামী --" সারাদিন কাজ করে রাতে তোমার জন্য একটু শান্তিতে ঘুমাতেও পারি না। স্ত্রী --" তুমি তো জানো আমি তোমার বুকে ছাড়া ঘুমাতে পারি না। স্বামী --" এমন নেকামো না করলেও তো পারো! তোমার জন্য কোনো কাজে শান্তি নেই আমার। স্ত্রী --" ভালো তবুও আমি তোমার বুকেই ঘুমাবো৷ স্বামী --" তুমি মরে গিয়েও তো আমাকে মুক্তি দিতে পারো? রোজ রোজ এমন অশান্তি আমার আর সহ্য হয় না৷ এমন একটা বস্তা গায়ের উপর থাকলে কি কেউ ঘুমাতে পারে? স্ত্রী --" আমি তো শুধু রাতের বেলাতেই বুকে ঘুমাই আর তো কখনো জ্বালাতন করি না। স্বামী --" তোমার মতো নির্লজ্জ মেয়ে আমি আর একটাও দেখিনি। স্ত্রী --" আমার মাথা ব্যাথা করছে একটু হাত বুলিয়ে দেও। কথাটা বলে আমার হাতটা নিয়ে ওর কপালের উপর রাখলো। হাজারবার বলার পরও এমনকি গায়ে হাত তুলেও ওর এই স্বভাব পরিবর্তন করতে পারিনি৷ আপনারা নিশ্চয়ই ভাবছেন স্ত্রী বুকে...
  আমি তার সাথে পালিয়ে এসেছি। জানেন কেনো? তাহলে শুনেন, ৯ বছরের সম্পর্ক রক্ষা করতেই পালিয়ে এসেছি। পরিবারের অপছন্দে বিয়ে করলে এক সময় পরিবার ঠিকই মেনে নিবে। যদি আমি তাকে হারিয়ে ফেলি তাহলে নিজের সুখটা হারিয়ে ফেলবো। এই মানুষটা হারিয়ে ফেলবো। মা বাবার অবাধ্য হয়ে ভুল করেছি জানি। আর জেনেই করেছি। কারন নিজের মানুষ টা জীবনে বার বার আসেনা। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত অনেকেই নিতে পারেনা। আমি হয়তো অন্য কারো সাথে কোনো না কোনো ভাবে বেঁচে থাকবো। কিন্ত এই মানুষটা আমাকে ছাড়া নির্ঘাত মরে যাবে। দেখুন ছবিতে, আমি সাজবো এখন তবে শুধু বায়না ধরে বলেছি আমার সাথে তোমাকেও সাজতে হবে। কোনো আপত্তি রাখেনি। এমন সুন্দর একটা মুহুর্ত আমি ক্যামারায় বন্দী না করে পারলাম না। এই মানুষটা যেমন আমার ইচ্ছার উপর কোনো আপত্তি রাখেনি, আমি ও রাখবো না। পুরো পৃথিবী আমার না হোক, সব কিছু আমার দখলে না থাকুক, শুধু এই মানুষটা আমার থাকুক এত দিন সে বলতো আমি জিতছি, আজ থেকে আমি বলবো তুমি জিতছো পাঠিয়েছেন_ আয়েশা রহমান
  শোনো বৌমা,আমার ছেলে কিন্তু তেল ঝাল মশলা বেশি খেতে পারেনা,সেই বুঝে আজ থেকে রান্নার দায়িত্ব তোমার...!! সকাল আটটায় ছেলে বেরোয়,আমি এতদিন ওর টিফিন ঠিক সময়ে করে ওকে খাইয়ে অফিস পাঠিয়েছি,আজ থেকে সংসার তোমার,সব তোমার মত করে টাইম মেনে কোরো,ছেলে কে না খেয়ে যেনো অফিস না যেতে হয়...!! আর শুনে রাখো,আমার ছেলে ওই বড়োই হয়েছে,ওর ছেলেমানুষী যায়নি,জল টাও মা কে এগিয়ে দিতে হবে তবে খাবে, তাই আজ থেকে আমার ছুটি,ওর সময় মত সব কিছু এগিয়ে দেওয়া,অফিস যাবার সময় গেঞ্জি,জাঙ্গিয়া,ওয়ালেট,বেল্ট,রুমাল সব এক জায়গায় করে রাখবে,নইলে ই রণমূর্তি,মনে থাকে যেন... বিয়ের আট দিনের মাথায় অলিভিয়া কে টানা কথা গুলো বলে হাহাহা করে হাসতে হাসতে ঘর থেকে বেরিয়ে গেলেন নতুন শাশুড়ি মা,যিনি অলিভিয়া কে দেখতে গিয়ে বলেছিলেন,ওনার মেয়ে নেই, তাই উনি খুব খুশি,আজ থেকে ছেলের পাশাপাশি উনি এক মেয়েরও জননী,আজ থেকে উনি অলিভিয়ার দ্বিতীয় মা..!! সকাল নয়টায় ঘুম থেকে ওঠা আদুরে মেয়েটাও ভেবেছিল,সত্যিই সে আরেকটা মা পাবে, সেও খাবারের ব্যাপারে ভীষণ খুঁতখুঁতে, মা ফোরণ ছাড়া রান্না করতো ওর জন্য, সেও কলেজ যাওয়ার সময় তার মা মুখের গো...
  আমার স্বামী ভুরু কুঁচকে শক্ত গলায় আচমকা বলে উঠল, "শেলী, সকালে মাকে কি তুমি বাসি রুটি খেতে দিয়েছ?" আমি সদ্য অফিস থেকে ফিরেছি।আচল দিয়ে ঘাম মুছতে মুছতে যখন জলের তেষ্টায় ফ্রিজ খুলতে গেলাম তখনই বসার ঘর থেকে বেশ উচ্চস্বরে আদিত্য এমন প্রশ্ন করল। আমার জলের তেষ্টা যেন মুহূর্তেই শেষ। ঘাড় ঘুরাতেই দেখলাম আমার শ্বাশুড়ি জপের মালা হাতে বেলকুনিতে বসা। মুখের অবয়বে এমন ভাব যেন ইহকাল সম্পর্কে তার কোন আগ্রহ নেই। আমি উত্তর দেবার কোন আগ্রহ খুঁজে পাচ্ছি না। জলের সঙ্গে নিজের অনেক কথা গিলে ফেলে নিজের ঘরে পা বাড়াতেই আদিত্যের চিৎকার কানে এলো। "কথার উত্তর না দিয়ে চুপচাপ এড়িয়ে চলা আজকাল তোমার অভ্যাসে পরিনত হয়েছে। কাজের মানুষ একদিন নেই ।তাই তুমি যা ইচ্ছা করছো।ডায়বেটিকস রোগীকেও তোমার অলসতার স্বীকার না বানালে নয়।" এবার ঘুরে দাড়িয়ে নির্লিপ্তভাবে বললাম, "কালকে রুটি কোথায় ছিলো যে আজ বাসি রুটি দেবো?" আদিত্য এবার বেশ দমে গিয়ে বলল, "আটার গোলা তো ছিল ? তা থেকে রুটি বানিয়ে কেন মাকে দিলে? তুমি জানো ...